Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন কর্ণিয়া

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

আর কিছুদিন পরই শুরু হচ্ছে স্টেজ শো’র মৌসুমী। সঙ্গীতশিল্পীরা ব্যস্ত হয়ে উঠবেন দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে। ইতোমধ্যে ব্যস্ত হয়ে উঠেছেন এই সময়ের শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী কর্ণিয়া। মাত্র কয়েক বছরে সঙ্গীতাঙ্গনে নিজের আলাদা একটি পরিচয় প্রায় তৈরী করেছেন সঙ্গীতশিল্পী কর্ণিয়া। রুনা লায়লা তার গানের অনুপ্রেরণা। তাই স্টেজে উঠলে রুনা লায়লা’র গানসহ নিজের গান, ফোক গান, দেশের গান গেয়ে থাকেন কর্ণিয়া। সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশন থেকে আসিফ আকবরের সঙ্গে দ্বৈত গান ‘এলোমেলো জীবন’ প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন এবং সুর সঙ্গীত করেছেন তরুণ মুন্সী। এর আগে আসিফ আকবরের সঙ্গে ‘কী করে তোকে বুঝাই’ এবং ‘একবার ছুঁয়ে যা হৃদয়’ গান দুটি প্রকাশিত হয়। আসিফ আকবরের সঙ্গেই চতুর্থ গান অনুরূপ আইচের লেখা, নাজির মাহমুদের সুর এবং পঙ্কজ বাশারের সঙ্গীতায়োজনে আসবে ‘মেঘ বলেছে’ প্রকাশিত হবে শিগগিরই। এটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। কর্ণিয়া বলেন, ‘আমার সৌভাগ্য যে আসিফ ভাইয়ের সঙ্গে বেশ কয়েকটি গান প্রকাশিত হয়েছে। প্রতিটি গানই শ্রোতা-দর্শক বেশ আগ্রহ নিয়ে শুনছেন। যেখানেই যাচ্ছি গানগুলোর জন্য সাড়া পাচ্ছি। আমার নিজেরও ভীষণ ভালো লাগছে এই ভেবে যে, আমার বেশ ভালো কিছু মৌলিক গান হচ্ছে যা আমার আগামী দিনের সম্পদ।’ কর্ণিয়ার প্রথম একক মৌলিক গান ছিলো ‘হিরো’। গানটি লিখেছিলেন এবং সুর সঙ্গীত করেছিলেন আরিফিন রুমী। তার দ্বিতীয় একক মৌলিক গান ছিলো ‘গাঙচিল’। গানটি লিখেছিলেন এবং সুর সঙ্গীত করেছিলেন সেতু চৌধুরী। তৃতীয় মৌলিক গান হচ্ছে স্টুডিও ডকইয়ার্ড’র ‘লাগ ভেলকি’। চতুর্থ একক মৌলিক গান ‘তোমায়’ লিখেছেন ও সুর সঙ্গীত করেছেন সেতু চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ