Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাপান-যুক্তরাজ্য যৌথ মহড়া

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

জাপানের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ কাগা হেলিকপ্টার ক্যারিয়ার ও ডেস্ট্রয়ার ইনাজুমা ভারত মহাসাগরে যুক্তরাজ্যের যুদ্ধ জাহাজ এইচএমএস আরগিলের সঙ্গে গত ২৬ সেপ্টেম্বর এক যৌথ মহড়ায় অংশ নিয়েছে। সেখান থেকে তাদের গন্তব্য দক্ষিণ চীন সাগর। এর আগেও যুক্তরাজ্য বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে নিজের যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। তখন বেইজিং লন্ডনকে সতর্ক করে দিয়ে বলেছিল, এমন কাজ আবার করলে প্রত্যাশিত বাণিজ্য চুক্তি থেকে বঞ্চিত হবে যুক্তরাজ্য। দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়াও জাপানের দাঁড়ানোর ইচ্ছে রয়েছে। কারণ ওই সমুদ্র এলাকা দিয়ে বিপুল পরিমাণ আন্তর্জাতিক বাণিজ্য হয়। চীনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়ে গেলে এশিয়ার সঙ্গে ইউরোপের সমুদ্র পথে হওয়া বাণিজ্যের অনেকটাই চীনের মর্জির ওপর নির্ভরশীল হয়ে পড়বে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহড়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ