Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজাপুরে ৭ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত ৩৬ বছর পর পুলিশের জেল হাজতে

রাজাপুর(ঝালকাঠি)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ৯:২৮ পিএম

ঝালকাঠির রাজাপুরে ৩৫ বছর ৯ মাস পলাতক ডাকাতি মামলার ৭ বছর সাজাপ্রাপ্ত এজাহারভুক্ত আসামী উপজেলার মঠবাড়ি ইউনিয়নের হাইলাকাঠি গ্রামের মৃত মোন্তাজ খানের পুত্র আব্দুর রশিদ খান (৬৫)।পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রশিদকে নিজ বাড়ি হাইলাকাঠি থেকে গতকাল সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রশিদকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।রাজাপুর থানার ওয়ারেন্ট তামিলকারী এস আই রফিকুল ইসলাম জানান- উপজেলার উত্তমপুর গ্রামের সোহরাব হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় ১৯৮৩ সালের ৬ ফেব্রুয়ারি রাজাপুর থানায় জিআর ৩৩/৮৩ নংধারা৩৮৫,৩৯৭ ডাকাতি মামলা দায়ের করে, অন্যান্য আসামীরা সাজা খেটে বের হলে ও রশিদ পলাতক থাকে। এরপর দশ বছর ভারতে পালিয়ে থাকার পর দেশে এসে ঢাকায় একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করছিল রশিদ। গত তিনদিন আগে বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।রাজাপুর থানায় রশিদ বলেন, 'গত পঁয়ত্রিশ বছরে একদিনের জন্যেও নিশ্চিতে ঘুমাতে পারিনি। সবসময় পুলিশের আতঙ্কে দিন কাটত। প্রায় ৩৬ বছরের মধ্যে পুলিশের হাত থেকে বাঁচতে ভারতে ছিলাম দশ বছর।ডাকাতি ঘটনার দিন আব্দুল মোতালেব ডাকাত সদস্য নিহত হয়। রাজাপুর থানা পরিদর্শক (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, 'জিজ্ঞাসাবাদে রশিদ খোলাখুলি সব কথা বলেছে। গত পঁয়ত্রিশ বছর সে মানুষিক যন্ত্রণায় ভুগেছে। তাকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজাপুরে

১০ সেপ্টেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ