Inqilab Logo

শনিবার , ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯, ০৯ রমজান ১৪৪৪ হিজরী

বিমানবাহিনী প্রধানের ব্যানএয়ার কন্টিনজেন্টের মেডেল প্যারেড পরিদর্শন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সফররত বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বিমান বাহিনী কন্টিনজেন্টে অনুষ্ঠিত মেডেল প্যারেড পরিদর্শন করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাহিনী প্রধান এক সরকারী সফরে গত ৫ সেপ্টেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও মালি পরিদর্শনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। মিশন এলাকায় অবস্থানকালে তিনি কঙ্গো ও মালিতে নিয়োজিত ব্যানএয়ার কন্টিনজেন্টের বিভিন্ন ইউনিটসমূহ পরিদর্শন ছাড়াও কন্টিনজেন্টের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। বিমান বাহিনী প্রধানের এ সফর জাতিসংঘ মিশন এলাকায় কর্মরত বিমান বাহিনী সদস্যদের মনোবল বৃদ্ধিসহ জাতিসংঘের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান সহযোগিতা বৃদ্ধি ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ ও ত্বরান্বিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমানবাহিনী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ