Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুমের জন্য খুব উপকারী ওবামার বক্তব্য : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্য ঘুমের জন্য খুব উপকারী বলে মন্তব্য করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ও তাঁর দল রিপাবলিকান পার্টির বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগে এনে তীব্র সমালোচনা করেন বারাক ওবামা। এরই পরিপ্রেক্ষিতে ট্রাম্প এমন মন্তব্য করেন। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য উত্তর ডাকোটায় এক তহবিল উত্তোলন অনুষ্ঠানে ওবামার বক্তব্য উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, আমি দুঃখিত, বক্তব্যটি আমি দেখেছি, কিন্তু (দেখতে দেখতে) আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি যা বুঝলাম যে, তিনি (ওবামা) ঘুমের জন্য খুব কাজের। রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত শুক্রবার ইলিনয় অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব ইলিনয়তে বক্তৃতা দেয়ার সময় ট্রাম্পের সমালোচনা করেন ওবামা। বক্তৃতায় ওবামা আগামী ৬ নভেম্বর আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প প্রশাসনের যথেচ্ছাচারের বিরুদ্ধে নিজেদের বিবেচনা কাজে লাগিয়ে সবাইকে ভোট দেওয়ার আহŸান জানান। মার্কিন প্রতিনিধিসভার (যুক্তরাষ্ট্রের দুই কক্ষবিশিষ্ট সংসদের নিম্নকক্ষ) সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ওই নির্বাচনে ওবামার দল ডেমোক্রেটের প্রয়োজন ২৩টি আসনের, আর সিনেটে (সংসদের উচ্চ কক্ষ) সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন মাত্র দুটি আসন। রয়টার্স, দ্য সিইউটি।



 

Show all comments
  • ইলিয়াস ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ২:০৪ পিএম says : 0
    নভেম্বর এর মাঝামাঝি ডোনাল টামের বড় বড় কথা মাঠে মারা যাবে নিশ্চিত.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ