মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানলে দুই শিশু ও দমকলকর্মীসহ পাঁচজন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ওই দুই শিশুর সঙ্গে তাদের প্রমাতামহও নিহত হয়েছেন। দাবানল ছড়িয়ে পড়ার আশংকায় ওই এলাকা ছেড়ে পালিয়েছে এক লাখেরও বেশি বাসিন্দা। অগ্নিনির্বাপণ বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, শাস্তা জেলায় ‘আগুন টর্নেডো’র কারণে গাছপালা পুড়ে গেছে, গাড়িগুলো ধ্বংস হয়ে গেছে। ‘কার’ নামে পরিচিত এই দাবানলে ইতিমধ্যে ৫০০ বাড়িঘর ধ্বংস হয়েছে। আরো কয়েক হাজার বাড়িঘর ধ্বংস হতে পারে বলে আশংকা করা হচ্ছে। অগ্নিনির্বাপণ বাহিনীর কর্মীরা আগুন নেভাতে কাজ করেছেন। তবে তারা মাত্র ৫ শতাংশ এলাকায় কাজ করতে পারছেন। বিবিসি জানিয়েছে, সোমবার থেকে দাবানল শুরু হয়েছে। আগুনে এ পর্যন্ত ৪৮ হাজার একরেরও বেশি জমি পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়ার বনায়ন ও অগ্নিসুরক্ষা বিভাগের প্রধান কেন পিমলট বলেছেন, আমরা আগুনের কুন্ডু দেখতে পাচ্ছি- যাকে আক্ষরিক অর্থে একটি টর্নেডো আখ্যা দেওয়া যেতে পারে।’ তিনি বলেন, ‘প্রবল বাতাসের কারণে আগুন ঘূর্ণিবাত্যার রূপ নিচ্ছে। এটি গাছ উপড়ে ফেলছে, যানবাহন সরিয়ে নিচ্ছে, সড়কের কিছু অংশ সরে যাচ্ছে। এটা চরম অবস্থা। আমাদের এলাকা খালি করতে হবে।’ বিবিসি। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।