পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : গত শুক্রবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী উইনিয়নের কাঠালিয়া ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা আবু হানিফাকে প্রকাশ্য দিবালোকে মাথায় মল ঢেলে লাঞ্ছিত করার তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন।
সংগঠনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী এক বিবৃতিতে বলেন, মাওলানা আবু হানিফা একজন মাদরাসার সুপার এবং এলাকার সম্মানিত ব্যক্তি। তাকে যারা এমন অসহনীয়ভাবে লাঞ্ছিত করেছে তারা শুধু মাওলানা আবু হানিফাকেই লাঞ্ছিত করেনি বরং দেশের শিক্ষক সমাজকে লাঞ্ছিত করেছে, সাথে সাথে আলেম সমাজের সম্মান ভূলুন্ঠিত করেছে। বিবৃতিতে বলা হয়, ‘যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছি’। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের তৎপরতায় কয়েকজন দুস্কৃতিকারী গ্রেফতার হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে মোবারকবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ। যেসকল অপরাধীরা এখনও গ্রেফতার হয়নি নেতৃবৃন্দ অচিরেই তাদেরকে চিহ্নিত ও গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের অনুরোধ জানান, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাÐের পুনরাবৃৃত্তি ঘটানোর সাহস না পায়।
ঢাকা মহানগর জমিয়াতুল মোদার্রেছীন : কাঠালিয়া ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা আবু হানিফাকে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ঢাকা মহানগরীর সভাপতি প্রিন্সিপাল আ খ ম আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মোঃ ছাদেক হাসান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।