Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরুর গোশতের কেজি ৪৫০ ও খাসির গোশত ৭২০ টাকা নির্ধারণ

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : আসছে রমজানে প্রতি কেজি গরুর গোশতের দাম ৪৫০ টাকা নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গতকাল সোমবার নগরভবনে গোশত ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই দাম নির্ধারণের ঘোষণা দেওয়া হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুসারে রমজানে দেশি গরুর গোশত প্রতি কেজি ৪৫০ টাকা, বিদেশি বোল্ডার গরু ও মহিষের গোশত ৪২০ টাকা, খাসির গোশতের কেজি ৭২০ টাকা ও ছাগল ও ভেড়ার গোশত ৬০০ টাকা নির্ধারণ করা হয়।
বৈঠকে সিটি কর্পোরেশন থেকে গোশত ব্যবসায়ীদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুসারে রমজানে জবাইখানায় সিটি কর্পোরেশনের বিধি অনুযায়ী স্বাস্থ্যসম্মত ও হালাল উপায়ে পশু জবাই, বাসি-পচা গোশত বিক্রি না করা, দোকানে গোশতের ওজন পরিমাপের জন্য ডিজিটাল মেশিন ব্যবহার করা, নিজস্ব ব্যবস্থাপনায় সব বর্জ্য অপসারণসহ পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ রাখা ও গোশতের মূল্যতালিকা দেখা যায় এমন স্থানে রাখতে হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র সাঈদ খোকন, প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহউদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জাহিদ হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার ও বাংলাদেশ গোশত ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ