Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইরিশ ইতিহাসে বৃষ্টির বাগড়া

| প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই ডাবলিনের আকাশ ছিল মেঘের দখলে। শঙ্কা তাই একটা ছিলই। অবশেষে সেটা সত্যিও হলো। আয়ারল্যান্ড ক্রিকেট ইতিহাসের অন্যতম গৌরবময় দিনটিতে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম দিনের পুরোটাই ভেসে গেছে বৃষ্টিতে।
২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করেছিল আইরিশ মেয়েরা। দেড় যুগ পর আয়ারল্যান্ডের ছেলেদের প্রথম টেস্টের প্রতিপক্ষও পাকিস্তান। তবে টেস্ট ক্রিকেটের স্বাদ পেতে আরও একটি দিন অপেক্ষায় থাকতে হচ্ছে উইলিয়াম পোর্টারফিল্ড, এড জয়েস, পল স্টার্লিংদের।
গতকাল টানা বৃষ্টিতে ডাবলিনের ম্যালাহাইডে সবুজে ঘেরা দা ভিলেজ মাঠে টসই হতে পারেনি। ম্যাচটি তাই পরিণত হয়েছে চারদিনের টেস্টে। ফলো অন নির্ধারিত হবে ১৫০ রানের ব্যবধানে। আবহাওয়া অফিস বলছে, ম্যাচের বাকি দিনগুলোয় বৃষ্টির শঙ্কা কম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ