Inqilab Logo

মঙ্গলবার , ৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৬ যিলক্বদ ১৪৪৪ হিজরী

জাপা নেতা ফিরোজ রশীদের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাল দলিল তৈরি করে জমি দখলের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাকিস্তনের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর সম্পত্তি আত্মসাতের অভিযোগে এ মামলাটি করা হয়। গতকাল বুধবার বিকেলে দুদকের উপ-পরিচালক মো. জুলফিকার আলী বাদী হয়ে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি করেন।
মামলায় ধানমন্ডি ২ নম্বরে মোহাম্মদ আলীর একটি বাড়ি কাজী ফিরোজ রশীদ ভুয়া কাগজপত্রের মাধ্যমে দখল করেছেন বলে অভিযোগ করা হয়।
জানা গেছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর জন্ম বগুড়ায়। ১৯৫৩ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৩ সালে বগুড়ায় মারা যান। কাজী ফিরোজ ও তার পরিবার ধানমন্ডির ওই বাড়িতে দীর্ঘদিন ভাড়াটে ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপা নেতা ফিরোজ রশীদের বিরুদ্ধে দুদকের মামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ