Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গত তিন বছরে কোনো নৌ দুর্ঘটনা ঘটেনি : নৌমন্ত্রী

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : গত তিন বছরে কোনো ধরণের নৌ দুর্ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শিশু একাডমিতে আয়োজিত এক অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী এসব কথা বলেন। নৌ নিরাপত্তা সপ্তাহ-২০১৮ উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের ¯েøাগান নৌ শিল্পে লেগেছে আধুনিকতার ছোয়া, এটাই ছিল আমাদের চাওয়া। মন্ত্রী বলেন, শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ নৌ-শিল্পে অভাবনীন উন্নয়ন হয়েছে। নৌ চলাচলে উন্নয়নের কারণে গত তিন বছরে কোনো প্রকার নৌ দুর্ঘটনাও ঘটেনি। শাজাহান খান বলেন, নৌ শিল্পকে আরো আধুনিক করার লক্ষ্যে আগামী মাস থেকে নৌ শ্রমিকদের একটা সংক্ষিপ্ত কোর্সের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করছি।তাছাড়া আরো বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি বলেন, বিএনপি কোনো আদর্শের রাজনীতি করে না। খালেদা জিয়া ১০ বছর ক্ষমতায় থেকেও নৌ শিল্পে লক্ষনীয় উন্নয়ন করেনি। শুধু লুটেপুটে খেতে পেরেছিলেন, কিছু দিতে পারেনি। মন্ত্রী বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে নদী ও নৌযান চালিকা শক্তি হিসেবে কাজ করে। এজন্য অভ্যন্তরীণ নদীপথে যাত্রী ও মালামালের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে উপনীত হয়েছে। নৌশিল্পের বিকাশ তথা নৌপথের উন্নয়নে সরকার উন্নয়ন বাজেটে প্রচুর অর্থ বরাদ্দ দিয়েছে। লঞ্চে এখন লিফট ও অসুস্থ রোগিদের জন্য ইনসেন্টিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) ব্যবস্থা রয়েছে। মন্ত্রী বলেন, নৌনিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেয়ার পাশাপাশি সরকার নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেটি যেন পুনরায় দখল হয়ে না যায় সেজন্য নদী তীরে ‘ওয়াকওয়ে’ স্থাপন করা হয়েছে। নদীগর্ভে স্থাপিত অবৈধ ডকইয়ার্ড উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অ.) রফিকুল ইসলাম এমপি (বীর বিক্রম), অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুর ই আলম চৌধুরী এমপি, জেবুন্নেসা আফরোজ এমপি ও নৌ পরিবহন সচিব আবদুল সামাদ বক্তব্য রাখেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ