গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে সভাপতি পদে রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে দ্বি-বার্ষিক এ নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক। তার আগে রাত ৮টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। সিইউজের ৩৪৭ জন ভোটারের মধ্যে ৩২৫জন ভোট দেন।
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী ১৮১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বর্তমান সভাপতি দৈনিক পূর্বকোণের এজাজ ইউসুফী পান ৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বকোণের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ আলী ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী দৈনিক পূর্বদেশের ম. শামসুল ইসলাম পান ১১২ ভোট।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে রতন কান্তি দেবাশীষ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি নিরুপম দাশগুপ্ত, যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য, অর্থ সম্পাদক উজ্জ্বল কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অলোকময় তলাপাত্র। নির্বাহী সদস্য পদে মাঈনুদ্দিন দুলাল ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।