নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : গেল পরশু সকালে বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে বাংলাদেশ দল। এসময় সাংবাদিকদের সাথে বিশ্বকাপে বাংলাদেশের পারফর্মেন্স, দল নির্বাচন ও সামনে করণীয় বিষয় নিয়ে কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু ভারতীয় গণমাধ্যম বলছে উল্টো কথা। কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকায় মাশরাফিকে নিয়ে ‘দেশে পৌঁছে আইসিসিকে একহাত নিলেন মাশরাফি’ শিরোনামে খবর প্রকাশ করে। অথচ এদিন মাশরাফি একবারও আইসিসি বিরোধী কোন কথা বলেননি। আনন্দবাজারের প্রতিবেদনে মাশরাফিকে উদ্ধৃত করে লিখেছে, ‘যদি শেষ আটটি ম্যাচ দেখা যায় তাহলে বোঝা যাবে তাসকিনের ইকনমি রেট বিশ্ব ক্রিকেটে সেরা। তাঁকে ছাড়া আমাদের সমস্যা হবে এটাই স্বাভাবিক।’ তাসকিন ইস্যুতে মাশরাফি বক্তব্য তুলে ধরে পত্রিকাটি লিখেছে, ‘ও যেভাবে বল করছিল তাঁকে নিয়ে আমাদের একটা পরিকল্পনা ছিল। তাসকিন নির্বাসিত হওয়ায় আমাদের পুরো পরিকল্পনাটাই ভেস্তে গিয়েছিল। যে কারণে অস্ট্রেলিয়া ম্যাচের আগে তাসকিনের নির্বাসনের খবরে আমরা ভেঙে পড়েছিলাম।’
এদিকে আরাফাত সানির অ্যাকশান সমস্যা বাংলাদেশ দল ও সানি নিজেও মেনে নিয়েছেন বলে টাইগার দলপতির মন্তব্য তুলে ধরেছে পত্রিকাটি, ‘আমরা মেনে নিয়েছিলাম সানির বোলিং অ্যাকশনে সমস্যা ছিল। এমনকী সানিও সেটা মেনে নিয়েছে। কিন্তু তাসকিনের নির্বাসন আমাদের কাছে হতাশাজনক।’
শুধু আনন্দবাজারই নয়, ভারতের জনপ্রিয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস লিখেছে, ‘বিশ্বকাপে বিদায়ের জন্য আইসিসির বাংলাদেশের খেলোয়াড়দের নিষিদ্ধ করাকেই দায়ী করলেন মাশরাফি।’ দক্ষিন আফ্রিকার বিখ্যাত সুপার স্পোর্টস তাদের শিরোনামে লিখেছিল, ‘মাশরাফি বিশ্বকাপ থেকে বিদায়ের জন্য আইসিসিকে দুষলেন!’ সংযুক্ত আরব আমিরাতের গুলফ টুডে তাদের শিরোনামে লিখেছিল, ‘বোলারদের নিষিদ্ধকেই মাশরাফি বিশ্বকাপ থেকে বিদায়ের কারণ দেখালেন।’
যেটা মাশরাফি বলেন নি। মাশরাফি সেই সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘আমরা বিশ্বকাপে ভালো পারফরমেন্স করেছি। দুইটা ম্যাচ জিততে জিততে হেরেছি। কিন্তু আপনি যদি এই ফরমেটে আমাদের আগের পারফরমেন্সের দিকে তাকান, তাহলে আপনি আমাদের উন্নতিটা বুঝতে পারবেন।’ এছাড়াও তিনি যোগ করেন, ‘যদিও আমরা সুপার টেনের সব ম্যাচ হেরেছি, তারপরেও কিছু পজেটিভ দিক আছে আমাদের দলে। আমরা এখন এই ফরমেটে যে কোনো দলকে কঠিন লড়াই দিতে পারবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।