Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার পদত্যাগ

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:১৯ এএম

রাজনৈতিক চাপে পড়ে অবশেষে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ শেষে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এরআগে, পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে জ্যাকব জুমাকে ক্ষমতা থেকে উৎখাত করার সিদ্ধান্ত নিয়েছিলো তার নিজের দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। বৃহস্পতিবার এ অনাস্থা আনার কথা ছিল।

এএনসি’র নতুন নেতা ডেপুটি প্রেসিডেন্ট সিরিল রমফোসাকে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়ার জন্যই ৭৫ বছর বয়সী জ্যাকব জুমার ওপর চাপ বাড়ানো হয়েছিলো।

রামাফোসা হবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট একথা জানিয়েছেন পল মাশাতিলে।

দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থপাচারের একাধিক অভিযোগ আদালতে প্রমাণিত হবার পর এএনসি সভাপতির পদ হারিয়েছিলেন জ্যাকব জুমা। কিন্তু দলের নেতাদের বারংবার অনুরোধ সত্ত্বেও প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে চাননি তিনি।

২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক দুর্নীতি ও নানাবিধ কেলেঙ্কারিতে জড়িত এই নেতাকে এবার তার পূর্বসূরি থাবো এমবেকির মতোই ক্ষমতা থেকে লজ্জাজনকভাবে বিদায় নিতে হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদত্যাগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ