বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও শিয়ালমারা সীমান্তে ভারতীয় ৯টি উট জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি জানায়, শুক্রবার ভোর ছয়টার দিকে ৭/৮ জন চোরাকারবারিরা সোনামসজিদ ও শিয়ালমারা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ৯টি উট নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সোনামসজিদ ও শিয়ালমারা ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতীয় ৯টি উট ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে সোনামসজিদ ক্যাম্পের সদস্যরা ৬টি ও শিয়ালমারা ক্যাম্পের সদস্যরা ৩টি উট জব্দ করে। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. রাশেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শুক্রবার বিকেলে ১০ জনকে পলাতক আসামী করে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং ৯টি উট শিবগঞ্জ কাস্টমস শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। জব্দকৃত ৯টি উটের মূল্য আনুমানিক ৪৫ লাখ টাকা হবে বলে বিজিবি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।