Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিমের সঙ্গে কথা বলতে চান ট্রাম্প

প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১২:০৮ এএম, ৮ জানুয়ারি, ২০১৮

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে টেলিফোনে কথা বলতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি অবকাশযাপন কেন্দ্রে দলের বার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের এমন অবস্থানের কথা জানান ট্রাম্প। তার ভাষায়, ‘আমি অবশ্যই কথা বলবো। কথা বলতে কোনও সমস্যা নেই।’ ট্রাম্পের প্রত্যাশা, এই ফোনালাপ দুই কোরিয়ার মধ্যকার আলোচনায় ইতিবাচক অগ্রগতির পথ সুগম করবে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এখন অলিম্পিকে অংশগ্রহণ করা নিয়ে তারা কথা বলতে শুরু করেছে। এটা বড় রকমের একটা ঘটনার শুরু। আমি জড়িত না থাকলে তারা কথা বলতো না।’ বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ