Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১:১০ পিএম

লালমনিরহাট জেলার হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম (২৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার ভোর ৫টার দিকে উপজেলার দৈখাওয়া আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
সীমান্তবাসী ও বিজিবি জানায়, শনিবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় কোচবিহার-১শ’ বিএসএফ ব্যাটালিয়নের পাগলিবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা শফিকুল ইসলামসহ কয়েকজনকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে শফিকুলের মৃত্যু হয়।
এদিকে, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান ও কড়া প্রতিবাদ পত্রসহ বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশি নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ