বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রাজশাহীতে খ্রিস্ট্রান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। কীর্তন অনুষ্ঠান, কেট কাটা, বিভিন্ন উপাসনা ও নগরীর সিটি চার্চে বিশেষ প্রার্থনার মাধ্যমে যাকযমক ভাবে পালিত হয় দিনটি। এই দিনে মানবতার বার্তা নিয়ে যিশু খ্রিস্ট্র জন্মগ্রহণ করায় দিনটিকে গভীর শ্রদ্ধা ও উৎসাহ উদ্দীপনায় উদযাপন করে থাকেন খ্রিস্ট্রান ধর্মাবলম্বীরা। দিনটি উদযাপনের লক্ষ্যে চার্চগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে রাজশাহী মহানগর পুলিশ।
রাজশাহী মহানগরীর সিটি চার্চে সম্পাদক নীপেন্দ্র নাথ ঘোষ জানান, নগরীর সিটি চার্চ ও ডিঙ্গাডোবা চার্চসহ মহানগরীর বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা,প্রীতিভোজ, কীর্তণ ও গানের প্রতিযোগিতা আয়োজন এবং বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করার মাধ্যমে দিনটিকে দিনটিকে বিশেষভাবে পালন করা হয়েছে।
এদিকে দিবসটি উপলক্ষে গির্জাগুলো বড়দিনের ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ সাজসজ্জা, গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয় এবং দৃষ্টিনন্দন করা হয় নানা রং বেরংয়ের সাজে। এছাড়া বাড়িঘর আলোকসজ্জা, গোশালা তৈরী, ক্রিস্টমাস ট্রি সাজানোসহ উৎসবমূখর পরিবেশে দিনটি পালন করেন খ্রিস্টান ধর্মাবলাম্বীরা।
চকরিয়ায় মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত
কক্সবাজার জেলা সংবাদদাতা : চকরিয়ায় যাত্রীবাহি মাইক্রোবাস ও মালবাহি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে। এসময় কমবেশি আহত হয়েছে আরো ৬ যাত্রী। আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ের ভান্ডারিয়ার ডেবা এলাকায় ঘটেছে এ সড়ক দুর্ঘটনা। নিহতরা হলেন- মাইক্রোবাসের যাত্রী চট্টগ্রামের চান্দগাঁও এলাকার আলামিয়া সওদাগর বাড়ির ইদ্রিস আলির ছেলে আরমান হোসেন (৩৮) ও মাইক্রোবাসের চালক চকরিয়া উপজেলা ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগীরখিল এলাকার মৃত বারেক হোসেনের ছেলে সাহেদুল ইসলাম পাপ্পু (৩৫)। অপরদিকে আহত ৬জনের মধ্যে মাইক্রোবাসের যাত্রী মোহাম্মদ শাহাজাহান (৪০), শওকত আকবর (৪০) ও জুয়েল দাশগুপ্ত (৪৫) কে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তন্মধ্যে জুয়েল দাশগুপ্তের অবস্থা আশংকাজনক। আহতরা সবাই চট্টগ্রামের অন্যতম শিল্প প্রতিষ্ঠান মোস্তাফা গ্রæপের কর্মকর্তা-কর্মচারী বলে জানা গেছে। উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি (ইনর্চাজ) সার্জেন্ট মো. নুরে আলম পলাশ বলেন, রোববার (২৪ ডিসেম্বর) রাতে মোস্তাফা গ্রæপে কর্মরত বেশ কজন কর্মকর্তা-কর্মচারী চট্টগ্রাম থেকে চকরিয়া উপজেলার হারবাংয়ে বিয়ের পূর্ব রাতে মেহেদী অনুষ্ঠানে যোগ দিতে আসেন। গতকাল সোমবার ভোরে মেহেদী অনুষ্টান শেষে তাঁরা হারবাং থেকে যাত্রীবাহি একটি মাইক্রোবাসে করে চট্টগ্রাম ফিরছিলেন। তাদের বহনকারী মাইক্রোবাসটি উপজেলার উত্তর হারবাংয়ের ভান্ডারিয়ার ডেবা এলাকায় অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা মালবাহি একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মাইক্রোবাস চালকসহ দুইজন নিহত হয়। তিনি বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষনিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা¯’ল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।