প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গায়িকা বিয়ন্সে’র এক অদ্ভুত অভ্যাস আছে যা আগে কারও জানা ছিল না। গায়ক এড শিরানের বদান্যতায় দুনিয়ার সবাই তার এই বিচিত্র খেয়ালের কথা জেনে গেল।
শিরান জানিয়েছেন গায়িকাটি কয়েকদিন পরপরই তার ইমেইল অ্যাকাউন্ট বদল করেন। শিরান আর বিয়ন্সে একসঙ্গে ‘পারফেক্ট’ গানটি গেয়েছেন।
এন্টারটেইনমেন্ট টুনাইটকে শিরান বলেছেন : “বিয়ন্সের সঙ্গে যোগাযোগ করার জন্য তার একটি ইমেইল অ্যাড্রেস থাকে, বাস্তবতা হল তা প্রতি সপ্তাহেই বদলে যায়, আর সে এই কাজে খুব পটু...”
তিনি জানান নিজেকে গোপন রাখার জন্যই বিয়ন্সের এই প্রচেষ্টা।
শিরান জানান গত মে মাসে বিয়ন্সে আর তিনি ‘পারফেক্ট’ গানটি নিয়ে কাজ করা শুরু করেন। গায়িকাটিও গানটি নিয়ে তাকে কিছু আইডিয়াও দিয়েছেন।
শিরান বলেন : “মূল ‘পারফেক্ট’ গানটিতে অনুষঙ্গ হিসেবে শুধু অ্যাকোস্টিক গিটার ছিল। সে আমাকে ফোন করে বলেন, ‘আমি জানি না তুমি কি মনে কবে, আমি গানটি থেকে সব ইনস্ট্রুমেন্ট বাদ দিয়েছি, শুধু অ্যাকোস্টিক গিটার আছে’, আমি বললাম, ‘দারুণ, কারণ এমনটিই কথা ছিল!”
শিরান জানান মাত্র এক টেকেই বিয়ন্সে গানটি চূড়ান্ত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।