Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবিতা

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নাহার আহমেদ
অর্জিত হাসি

জমাট বাঁধা স্মৃতির কুন্ডলীতে
আনন্দ উল্লাস, বিভৎসতাকে কখনো কখনো
¤øান করে দেয়। নিঃসন্দেহে
সেখানেই সার্থকতা। সেখানেই ত্যাগের জয়
বাংলার দিগন্ত জোড়া শ্যামলীমার
অনন্ত সুখ, নিঃস্ব বুকের দাবদাহ
ভুলিয়ে দেয়
পরাধীনতার প্রসারিত পল্লবিত
হাত দুখানায় বিজয় পতাকা
রক্ত¯œাত অতীতকে ঢেকে রাখে।
প্রশান্তির নক্ষত্র, বিজয় আঙিনাকে
ঝলমল করে রেখেছে।
স্বাধীনতা নামে সোনালী ভাবনাগুলো
সেখানে একাকার, নতুন পথ চলার সারথী
সাত রঙা রংধনুও ¤øান, সুখানুভুতির পূর্ণতায়
অশ্রæনদী আজ শুকিয়ে গেছে।
অহংকারের রক্তরাগে রঞ্জিত আজ
বাংলামায়ের সীমন্ত
ক্ষত-বিক্ষত, বিবর্ণতার পাহাড় ডিঙ্গিয়ে
ছড়িয়ে পড়েছে সেই বিজয়ের হাসি
যা আমাদের অর্জন করতে হয়েছে
রক্তের বিনিময়ে।

মিশির হাবিব
সারগাম

এখানে আসার পূর্বে
আমার একটি হাড় চুরি হয়েছিলো,
তখন আমি গুনতে শিখিনি দুইশত ছয়
সেই হারানো হাড় খুঁজতে এতো সব দেহে
আমার উন্মাদ ছোটাছুটি।
কেন মেয়ে ত্যক্ত হও
আমার সুর ও সারগামে?
এই বাঁশি কিন্তু রাত্রিপ্রহরে
যাদু করতে জানে।

চিরকুট, জাবি।

 



 

Show all comments
  • দ্বীপ সরকার ৯ ডিসেম্বর, ২০১৭, ১১:২৪ এএম says : 0
    ইনকিলাব সাহিত্য পাতায় লিখতে চাই। যদি সুযোগ দিতেন। ইতিমধ্যে কবিতা মেইল করা আছে। দ্বীপ সরকার
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন