Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানিবদ্ধতায় চরম দুর্ভোগে বোয়ালমারী পৌরবাসী

| প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : গত বৃহস্পতিবার থেকে শনিবার সকাল পর্যন্ত প্রবল বর্ষণ শেষে গত ৪দিন ধরে পানি নিস্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে বোয়ালমারী পৌরবাসী। গতকাল সোমবার পর্যন্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের তিন শতাধিক পরিবার ও প্রতিষ্ঠান পানিবন্দি অবস্থায় রয়েছে। পানি নিস্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পৌরসভার ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আবাসিক এলাকায় পানি এখনও নামেনি। এ ছাড়া ৫নং ওয়ার্ডে অবস্থিত একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য কমপ্লেক্সে হাঁটু পরিমান পানি জমে আছে। এ কারণে শিক্ষার্থী ও রোগীদের চলাচলে চরমভাবে ভোগান্তি বেড়েছে। পৌরসভার বিভিন্ন সড়কের কালভার্ট বন্ধ হয়ে যাওয়ায় এ পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা মনে করেন। গতকাল সোমবার ৫নং ওয়ার্ডের কলেজ রোড বাসিন্দা সাইফুজ্জামান জিন্নাহ বলেন, আমার বাসার মধ্যে এখনও হাটু পানি। আগে হাসপাতালের সামনের রোডে কালভার্ট থাকায় বৃষ্টির পানি সেখান দিয়ে পাশের ফাঁকা মাঠে চলে যেত। বর্তমানে সেটি বন্ধ হয়ে যাওয়ায় এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন বলেন, অতীতে যিনি ১৪বছর ধরে মেয়র ছিলেন, তিনি এ সব ব্যাপারে মাথা না ঘামানোর কারণে আজ জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, হাসপাতাল ও আবাসিক এলাকার বাসিন্দাদের পানিবদ্ধতা থেকে রেহাই দিতে বর্তমান মেয়র মোজ্জাফর হোসেন মিয়া ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। ৬নং ওয়ার্ড শিবপুর এলাকার বাসিন্দা আলমগীর হোসেন বলেন, গত ৪দিন ধরে পানিতে আটকা পড়ে আছি। এ দুর্ভোগ থেকে কবে রেহাই পাব জানি না। এ ওয়ার্ডে কাউন্সিলর শফিউল আলম টুলু বলেন, পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মাণাধীন রয়েছে। আশা করি অল্পদিনের মধ্যে এ কাজ শেষ হবে। প্যানেল মেয়র ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আ. কুদ্দুস শেখ বলেন, পৌরসভার বিভিন্ন সড়কে এক দিকে কালভার্ট বন্ধ অপরদিকে নিচু জমিতে মাটি ভরাট করে বাসাবাড়ি নির্মাণ করায় পানি সরতে পারছে না। পৌরবাসিকে পানিবদ্ধতা থেকে মুক্তি দিতে হলে সব আবাসিক এলাকায় পর্যাপ্ত ড্রেন নির্মাণ করতে হবে। এ কারণে আমাদের প্রচুর অর্থের প্রয়োজন। ইতোমধ্যে এব্যাপারে বিভিন্ন প্রকল্প তৈরি করে চাহিদাপত্র দেওয়ার প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ