রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বৈরী আবহাওয়ার কারণে টানা ৪২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটের লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। বিআইডবিøউটিএর আরিচা নদীবন্দরের নৌ-ট্রাফিক ইন্সপেক্টর ফরিদুল ইসলাম জানান, রোববার সকাল ৭টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। তিনি বলেন, শুক্রবার বেলা ১২টা ৪৫ মিনিটে বৈরী আবহাওয়ার কারণে নদীপথ উত্তাল হলে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে চলাচলকারী সব লঞ্চ-স্পীডবোট চলাচল বন্ধ ঘোষণা করে। সাগরে নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় নদীপথের সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়। টানা ৪২ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার সকাল ৭টা থেকে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয় বলে জানান বিআইডবিøউটিএর ওই কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।